ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ২০:১৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গা শিবিরে আরও ২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার

রোহিঙ্গা শিবিরে আরও ২ জনের করোনা শনাক্ত

রোহিঙ্গা শিবিরে আরও ২ জনের করোনা শনাক্ত

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে আরও দুজনের শরীরে করোনভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে দুদিনে করোনা আক্রান্ত তিনজন রোহিঙ্গাকে চিহ্নিত করা হলো।

ত্রাণ ও পুনর্বাসন কমিশনের স্বাস্থ্য সমন্বয়কারী চিকিৎসক আবু তোহা এমআরএইচ ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি জানান, নমুনা পরীক্ষার পর শুক্রবার কুতুপালংয়ের ৫ নম্বর শিবিরের ওই দুই রোহিঙ্গার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়।

এর আগে, বৃহস্পতিবার কুতুপালং শরণার্থী শিবিরে বসবাসরত অপর এক রোহিঙ্গার শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়।

সেখানে একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার হাসপাতালে আক্রান্তদের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।

শিবিরের সবাইকে করোনা পরীক্ষার আওতায় আনা হবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আক্রান্ত তিনজন কুতুপালং শরণার্থী শিবিরের একই ব্লকে থাকতেন এবং সেই ব্লকের ১ হাজার ২০০ পরিবারকে লকডাউন করা হয়েছে, যেখানে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গার বসবাস।