ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২১:২৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফেনীতে চার নার্স করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

ফেনীতে চার নার্স করোনাভাইরাসে আক্রান্ত

ফেনীতে চার নার্স করোনাভাইরাসে আক্রান্ত

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইন্দ্রোজিত ঘোষ এ খবর নিশ্চিত করেছেন।

ডাক্তার ইন্দ্রোজিত ঘোষ জানান, জ্বর, সর্দির উপসর্গ দেখা দিলে চারজনের নমুনা গত ১১ মে সংগ্রহ করে পাঠানো হয়েছিল। শনিবার সন্ধ্যায় চারজনের রিপোর্ট পজেটিভ আসে। শনিবার রাত থেকে তাদের হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’

অপর দিকে ফেনীতে একলাফে অর্ধশত ছাড়িয়ে গেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। শনিবার নতুন করে আরও ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১১ জন স্বাস্থ্যকর্মী ও তিনজন পুলিশ রয়েছেন। আক্রান্তদের মধ্যে নারী-শিশুসহ সব বয়সী রয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় নতুন ২১ জনের মধ্যে সদর উপজেলায় ১১ জন, পরশুরামে চারজন, ছাগলনাইয়ায় তিনজন ও দাগনভূঞায় তিনজন আক্রান্ত হয়েছেন।