ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ২৩:৩৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা থেকে একদিনে সুস্থ ৬৩ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৬৩ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৬৬৬ জন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৭৬ জন, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৩২ হাজার ২৮২ জন, ফ্রান্সে ৬৩ হাজার ৩৫৪ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৮০৮ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ১৩ হাজার ৯৮৭ জন। ব্রাজিলে সুস্থ হয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৮৩ এবং রাশিয়ায় ৮৫ হাজার ৩৯২ জন করোনা জয় করেছেন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৯০০ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৯ হাজার ৭৩১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৮৫ হাজার ৫০৪ জন।

-জেডসি