ঢাকা, বৃহস্পতিবার ০৯, মে ২০২৪ ৪:৫৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্বল হয়ে নিম্নচাপে আম্পান, কমলো সংকেত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আম্পান।পাশাপাশি সতর্ক সংকেত কমিয়ে এনেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে বলেন, আম্পান এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে বুধবার (২০ মে) সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস। এছাড়া উপকূলীয় জেলার দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করে দেয়া হয়েছিল।

এদিকে আম্পানের তাণ্ডবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জোয়ারের পানি বেড়ে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের ও ফসলি জমি।দেশের বিভিন্ন জেলায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

-জেডসি