ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ০:৫৭:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আম্পানের তাণ্ডবে দেশে ১৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

আম্পানের তাণ্ডবে দেশে ১৬ জনের প্রাণহানি

আম্পানের তাণ্ডবে দেশে ১৬ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে। গতকাল বুধবার সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ‘আম্পান’ এখন দুর্বল হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি স্থল-নিম্নচাপে পরিণত হয়েছে। তার আগে সুপার সাইক্লোন আম্পান কিছুটা শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে সন্ধ্যায় আছড়ে পড়ে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে।

নিহত ১৬ জনের মধ্যে বরিশাল বিভাগের ভোলা জেলায় দুজন, পটুয়াখালীতে দুজন, পিরোজপুর তিনজন, বরগুনায় একজন এবং সন্দ্বীপে একজন, যশোরে তিনজন, সাতক্ষীরায় একজন, ঝিনাইদহে দুজন ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

আম্পানের প্রভাবে প্রবল বাতাসে দেশের বিভিন্ন স্থানে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েন উপকূলের ১০ লাখ গ্রাহক