ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৯:২৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রিপোর্ট `নেগেটিভ`, শ্বাসকষ্টে মারা গেলেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৩ মে ২০২০ শনিবার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে দুবার তার করোনা পরীক্ষা করা হয়, দুবারাই ফলাফল ‘নেগেটিভ’ আসে।

শুক্রবার বিকেল ৪টায় শ্বাসকষ্ট জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সাংবাদিক সুমন মাহমুদের ভাই কর্নেল (অবসরপ্রাপ্ত) মঞ্জুর আহমেদ হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্নেল আহমেদ হেলাল জানান, গত ১২ মে থেকে প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তার ভাই। তিনি বলেন, ‘যেহেতু শ্বাসকষ্ট করোনার উপসর্গ, তাই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’

কর্নেল মঞ্জুর অভিযোগ করে বলেন, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ ঘণ্টা অপেক্ষা শেষে একটি অস্বাস্থকর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেয় কর্তৃপক্ষ। সেখানে থাকা সম্ভব নয় ভেবে সুমনকে বাসায় নিয়ে আসলে পরিস্থিতি খারাপ হতে থাকে। পরে ওই রাতেই আজগর আলী হাসপাতালে ভর্তি করানোর পর আইসিইউতে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘গত ১৩ তারিখ সুমনের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। ১৪ তারিখ থেকে নেবুলাইজার দেওয়াসহ সব ধরনের চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। ওই দিন থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। এর মাঝখানে দুবার করোনাভাইরাসের টেষ্ট করানো হয়। যার রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সাংবাদিক সুমন মাহমুদ স্ত্রী, ছেলেমেয়েসহ ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ। পেশাগত জীবনে সুমন মাহমুদ দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন। দীর্ঘদিন থেকে অবসর জীবনযাপন করছিলেন তিনি।