ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৮:৪২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৩ মে ২০২০ শনিবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল রোববার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না। আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এই ঘোষণা দেন।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে সোমবার ঈদ উদযাপিত হবে।

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রসঙ্গত, একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।