ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২:১৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা সংক্রমিতরা ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে নোভেল করোনাভাইরাস। বর্তমান সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ান অন্যদের মাঝে। তাকে এড়িয়ে চলতে হয়। রাখতে হয় আইসোলেশনে। তার সংস্পর্শে গেলেই আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ঠিক কতোদিন একজন আক্রান্ত ব্যক্তি অন্যকে আক্রান্ত করতে পারে? কতোদিন আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশন রাখাটা নিরাপদ?

সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক ব্যাধি কেন্দ্রের (এনসিআইডি) গবেষকদের নতুন এক গবেষণায় উঠে এসেছে আক্রান্ত ব্যক্তি সর্বমোট ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে। খবর ডেইলি মেইলের।

লক্ষণ প্রকাশের দুইদিন আগ থেকেই আক্রান্ত ব্যক্তি অন্যকে আক্রান্ত করতে শুরু করে। এরপর লক্ষণ প্রকাশের পর ৭ থেকে ১০ দিন অন্যকে আক্রান্ত করতে পারে। সব মিলিয়ে ১১ দিন অন্যকে আক্রান্ত করতে পারে করোনা আক্রান্ত ব্যক্তি। গবেষকদের মতে তাই আক্রান্ত ব্যক্তিকে মোট ১১ দিন আইসোলেশনে থাকাটাই যথেষ্ট। ১১ দিনের মাথায় আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার জীবানু থাকলেও সেটা অন্যকে আক্রান্ত করার সক্ষমতা হারায়।

যখন থেকে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, তখন থেকেই অন্যকে আক্রান্ত করতে শুরু করে। এরপর তার হাঁচি-কাশির মাধ্যমে অন্যরা আক্রান্ত হতে পারে। সিঙ্গাপুরের গবেষকরা মোট ৭৩ জন রোগীর উপর গবেষণা চালিয়ে মূল্যবান এই তথ্য পেয়েছেন।

-জেডসি