ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ২৩:৪২:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের সকালে ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

ইউএনবি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

ঈদের সকালে ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড লানমানিরহাটের অর্ধশত ঘরবাড়ি।  ছবি ইউএনবি

ঈদের সকালে ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড লানমানিরহাটের অর্ধশত ঘরবাড়ি। ছবি ইউএনবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঈদের দিন সকালে ঝড়ের আঘাতে অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন ৮ জন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় ঝড় আঘাত হানে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরই ঝড়ের আঘাতে সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় মুহূর্তে অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র।

সরেজমিনে দেখা যায়, ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন সহায়তার আশ্বাস দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।