ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১১:৩২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: চীনে ২৪ ঘন্টায় নতুন কোন আক্রান্ত নেই

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

২৮ মে শেষে চীনের মূল ভূখণ্ডে নতুন কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। আগের দিন ২ জনের করোনা পজিটিভ হলেও বৃহস্পতিবার আক্রান্তহীন দিন কাটালো চীন।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো কোভিড-১৯ রোগী তারা পায়নি। মহামারি শুরুর পর চীন প্রথমবার আক্রান্তহীন একটি দিন কাটায় গত শুক্রবার। এরপর দ্বিতীয় দফায় সংক্রমণের ঝুঁকি দেখা দিলে ব্যাপক হারে করোনা টেস্ট করতে থাকে সরকার।

গত সপ্তাহে করোনার উৎপত্তিস্থল উহানে একদিনে ১৫ লাখ নমুনা পরীক্ষা করা হয়, ৭ দিনে ৬০ লাখের বেশি। এই সময়ে কেউ মারা না গেলেও ২০৪ জনের আক্রান্তের খবর মিলেছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন বৃহস্পতিবার নতুন ৫ জন উপসর্গহীন রোগী খুঁজে পেয়েছে, আগের দিনে এই ধরনের আক্রান্ত পাওয়া গিয়েছিল ২৩ জন।

এ পর্যন্ত করোনায় চীনে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৯৫ জন। মৃত্যু হয়েছে ৪ ৬৩৪ জনের।

-জেডসি