ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৬:৪৮:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রাজিলে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২৬ হাজার, গড়লো দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড। বৃহস্পতিবার দেশটিতে ২৬ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মোট আক্রান্ত ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন।

ব্রাজিলে এই সময়ে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৬ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে ২৬ হাজার ৭৫৪ জন। এনিয়ে টানা তৃতীয় দিন এক হাজারের বেশি মৃত্যু হলো।

ব্রাজিলে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ।

ব্রাজিলে দিনকে দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি দেশের জনবসতিপূর্ণ শহর সাও পাওলোতে। সেখানে ৮৯ হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬ হাজার ৭১২ জন।

করোনার সংক্রমণ চূড়ায় না পৌঁছাতেই সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। বলতে গেলে খালি হাতে জীবন বাঁচানোর সংগ্রাম করছেন তারা। অন্যদিকে ‘সামান্য ফ্লু’ উপেক্ষা করে দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মনোযোগ অর্থনীতির ক্ষতি সারিয়ে তোলায়।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পূর্বাভাস দিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে ৪ আগস্ট ব্রাজিলে মৃত্যু হবে ১ লাখ ২৫ হাজার মানুষের।

-জেডসি