ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২৩:৫৯:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চার হাজার ৭১১ জন। এছাড়া আক্রান্তের তালিকায় বিশ্বের নবম স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত সেখানে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এসব তথ্য প্রকাশ করেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে করোনার সংক্রমণ চীনের দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরো ১৭৭ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যায়ও চীনকে ছাড়িয়ে গেছে ভারত।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় বিশ্বে ৫৮ লাখেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। আর সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখেরও বেশি মানুষ।

এরপরেই যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, বেলজিয়াম, মেক্সিকো, জার্মানি ও ইরান রয়েছে শীর্ষ দশে। ভারত এখন কানাডা ও নেদারল্যান্ডসের পরে মৃতের সংখ্যায় ১৩তম স্থানে রয়েছে।


-জেডসি