শিশু ক্যান্সার মোকাবিলায় সচেতনতামূলক র্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৪১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫ সোমবার
আন্তর্জাতিক শিশু ক্যান্সার মাস উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইউকেএইড’র অর্থায়নে একটি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার’ র্যালির আয়োজন করে।
ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের তথ্যমতে, বিশ্বে প্রতিবছর প্রায় দুই লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। যাদের মধ্যে শতকরা ৮০ ভাগ শিশুই মধ্যম আয়ের দেশে বাস করে। আর আক্রান্তদের মধ্যে বেঁচে থাকার হার শতকরা মাত্র ৫ ভাগ। কিন্তু উন্নত দেশে বেঁচে থাকার হার ৮০ শতাংশের উপরে।
সংস্থাটির মতে, প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করা গেলে ৭০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন। বাংলাদেশে দিন দিন ক্যান্সারের ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরিস) তথ্য মতে, ২০০৫ সালে বাংলাদেশে ক্যান্সারের মৃত্যুহার ছিল সাড়ে সাত শতাংশ। যা ২০৩০ সাল নাগাদ বেড়ে ১৩ শতাংশে পৌঁছবে। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ইয়াকুব জামাল, ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের হেড অব অপারেশনস লিজ বার্নস, প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রজেক্ট লিড অধ্যাপক আফিকুল ইসলাম এবং বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ক্যান্সার বিশেষজ্ঞরা র্যালিতে অংশ নেন।
