ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ২৩:২৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাসে দেশে প্রথম ব্রাদারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

করোনাভাইরাসে দেশে প্রথম ব্রাদারের মৃত্যু

করোনাভাইরাসে দেশে প্রথম ব্রাদারের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন নার্সিং কর্মকর্তার (ব্রাদার) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। রুহুল আমিনই দেশে প্রথম ব্রাদার, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রুহুল আমিনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর চার ঘণ্টা পর তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

তিনি জানান, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন রুহুল আমিন। এরপর করোনা আইসোলেশন সেন্টার নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।