ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২১:৩৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৭১ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৬ জন। আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৫৯ হাজার ৯৫৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখ ৩৮ হাজার ১৭৯ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখ ১৬ হাজার ৮২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৫৭ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৩৭৬ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮২৬ জন।

তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৩৪০ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন।

এছাড়া ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৭১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬২৫ জন। ব্রাজিলে করোনায় ২৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে ও ৪ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার এক জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি