ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২১:৩১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তালাকনামায় স্বাক্ষর না করায় গৃহবধূর চুল কেটে দিলো শাশুড়ি-ননদ 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ায় এক গৃহবধূ (৩২) তালাকনামায় স্বাক্ষর না করায় শাশুড়ি ও ননদ মিলে তাকে মারধর করেছে। নির্যাতনের পর মাথার চুলও কেটে দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার রাতভর নির্যাতনের পর আজ রোববার ভোরে গৃহবধূ পালিয়ে এসে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক যুগ আগে বগুড়া সদর উপজেলার উত্তর লাহিড়িপাড়ার বেলাল হোসেনের মেয়ের (৩২) সঙ্গে একই এলাকার মধুমাঝিড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের পারিবারিক কলহ লেগে যায়। এরমধ্যে তাদের সংসারে দুটি ছেলে সন্তানের জন্ম হয়। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী তালাক দেওয়ার কথা বলে। এক পর্যায়ে গৃহবধূ রাজি না হলে ননদ ও শাশুড়ি মিলে গতকাল রাতে ঘরে আটকে রাখা হয়। এরপর তালাকনামায় স্বাক্ষর দিতে জোর করে। স্বাক্ষর না করায় তাকে মারধরের পর এক পর্যায়ে মাথার চুল কেটে দেয়। 

গৃহবধূর চাচাতো ভাই রুবেল আহম্মেদ বলেন, ‘নির্যাতনের পর আমার বোনের মাথার চুল কেটে দিয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে।’

বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাফতুন আহম্মেদ বলেন, ‘গৃহবধূকে মারপিট ও চুল কেটে দেওয়ার ঘটনা শুনেছি। তাদের বিয়েটা নিজেদের আত্মীয়ের মাঝে হয়েছে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’