ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৮:৩৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঝড়ের তাণ্ডবে আবারও ক্ষতিগ্রস্ত তাজমহল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

ঝড়ের তাণ্ডবে আবারও ক্ষতিগ্রস্ত তাজমহল।  ছবি: এএফপি

ঝড়ের তাণ্ডবে আবারও ক্ষতিগ্রস্ত তাজমহল। ছবি: এএফপি

ঝড়ের হাত থেকে রক্ষা পেল না তাজমহল। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাজমহলের মার্বেল রেলিং এবং স্মৃতিসৌধের মূল গেট।

গত শুক্রবার রাতে প্রবল ঝড় হয় আগ্রায়। এই ঝড়ের দাপটেই ক্ষতিগ্রস্ত হয় প্রেমের সমাধী তাজমহল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার।

তাজমহলের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট অঙ্কিত দেব জানান, প্রবল ঝড় ও বৃষ্টিতে তাজমহলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্বেলের একটি রেলিং যমুনা নদীতে ভেঙে পড়েছে। আরও একটি রেলিং ভেঙে পড়ে তাজমহল চত্বরেই। তাজমহল চত্বরের প্রায় ১০টি গাছ উপড়ে গেছে।

অঙ্কিত দেব আরও জানান, হাওয়ার গতি এতটাই ছিল যে মূল কাঠের দরজাটা উপড়ে ফেলে দিয়েছে। একটি ফলস সিলিংও ভেঙে পড়েছে। তবে সেগুলো সারাইয়ের কাজ শুরু হয়েছে।

এই প্রথম নয়, এর আগেও এমন ঝড়ের মুখে পড়েছিল তাজমহল। সেটা ছিল ২০১৮ সালের ১১ এপ্রিল। সে সময়ও স্মৃতিসৌধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।