ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ৬:৫০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গত একদিনে করোনায় মৃত্যুতে বিশ্বের শীর্ষে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। এ তালিকায় নতুন নতুন দেশ যোগ হচ্ছে, আচমকা শীর্ষেও উঠে আসছে। তেমন একটা দেশ ব্রাজিল। আচমকা করোনার হটস্পটে পরিণত হলো দেশটি।দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। গত একদিনে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ব্রাজিলে মৃত্যু হয়েছে ৭৩২ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।সোমবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪৬ জনের।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬ হাজার ৯২৫ জন।

করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ২৯ লাখ ৩ হাজারের বেশি মানুষ।

-জেডসি