ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৬:১২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বাস্থ্যবিধি মেনেই কর্মস্থলে আসতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রেখেই কর্মস্থলে যোগদান করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) বৈঠকে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ কষ্ট পাক সেটা আমরা চাই না। সেজন্য এতোদিন সেসব বন্ধ ছিল তা খুলে দিয়েছি। কারণ খেটে খাওয়া দিন আনি দিন খাই মানুষ, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রত্যেকে তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সেই বিষয়টি লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। কাজেই আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষিত রেখেই কর্মস্থলে কাজ করে যেতে হবে।

সরকারপ্রধান বলেন, এই দিন থাকবে না। আমরা যে কোনও প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো। সেভাবেই আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখে স্ব স্ব কর্মস্থলে কাজ করে যেতে হবে।

আমাদের অর্থনীতিতে যে গতিশীলতা এসেছিল, তা করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী চলছে। সব জায়গায় এ সমস্যাটা দেখা দিয়েছে। আমরাও তার বাইরে না। আমি দেশবাসীকে বলবো, যেসব স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে, সবাই সেটা মেনে চলবেন, সেটাই আমরা চাই। আমরা চাই না, আমাদের দেশের মানুষ কষ্ট পাক। সেদিকে লক্ষ্য রেখেই আমরা যেসব বন্ধ ছিল, সেসব খুলে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে আমাদের আশা ছিল ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বা বিশেষ করে লক্ষ্য ছিলো এই মুজিব বর্ষেই আমরা আমাদের দারিদ্রের হার কমিয়ে এনে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশ হিসেবে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাবো। কিন্তু এই ভাইরাসের কারণে সেই গতিশীলতা কিছুটা স্থবির হয়ে গেছে।

-জেডসি