ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৩:০৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখ

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখ

আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৭৮৭ জন এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ লাখ। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়।

কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৭ হাজার ২৩৯ জন এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১২৭ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

তবে এগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া সংখ্যা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক রোগী গুরুতর অবস্থায় থাকায় প্রকৃত পরিস্থিতি আরও খারাপ।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। আর করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। এরপরই রয়েছে ইতালি, ফ্রান্স ও স্পেন।

এদিকে, করোনাভাইরাস মহামারিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ জন হয়েছে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শুক্রবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানান, করোনায় দেশে নতুন মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী সাতজন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ এবং মোট ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮২৮ জনের।