ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ১০:২৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আক্রান্ত ছিলেন না ঠাকুরগাঁওয়ের রানী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

করোনায় আক্রান্ত ছিলেন না ঠাকুরগাঁওয়ে রানী

করোনায় আক্রান্ত ছিলেন না ঠাকুরগাঁওয়ে রানী

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহবধূ রানী বেগম (২৩) করোনায় আক্রান্ত ছিলেন না। গত ২৯ মে রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা যাওয়ার পর তার দাফন নিয়ে চলে নানা নাটকীয়তা। মৃত রানী বেগম সদর উপজেলার সহিদুর রহমানের মেয়ে এবং আউলিয়াপুরের মো. আকবরের স্ত্রী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, রানী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মনে করে তার স্বামী গা ঢাকা দেন। এমনকি মা-বাবাও খোঁজ নেননি। শ্বশুরবাড়ির লোকজনও লাশ নিতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন দক্ষিণ বটিনার গোরস্থানে তার লাশ দাফনের চেষ্টা করেন। কিন্তু স্থানীয় লোকজনের বাধার কারণে তা সম্ভব হয়নি।

পরে ইউএনও একজন ইউপি সদস্যের জমিতে লাশ দাফনের নির্দেশ দিলে সেখানেও এলাকাবাসী বাধা দেয়। শেষে বাধ্য হয়ে ওই জমিতে পুলিশ পাহারায় দাফন কাজ সম্পন্ন করা হয়।

কিন্তু গত বৃহস্পতিবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে রিপোর্ট পাওয়ার পর দেখা যায় রানী বেগম করোনা আক্রান্ত ছিলেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ‘করোনায় আক্রান্ত হোক বা না হোক, মৃত ব্যক্তির প্রতি এ অমানবিকতা মেনে নেওয়া যায় না। মৃত ব্যক্তির প্রতি মানবিক হওয়া ও লাশ দাফনে সবার সহযোগিতা করা প্রয়োজন।’