ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সালমাদের পাকিস্তান সফরের অনুমতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি পাঠিয়েছে। ফলে পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। যদিও বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আজকালের মধ্যেই বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৭ সেপ্টেম্বর করাচির উদ্দেশে বিমানে চড়তে পারেন সালমা-শুকতারারা।

নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠায় জাতীয় ক্রীড়া পরিষদ। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিসিবিতে অনুমতি দিয়ে চিঠি পাঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
 
একটি ওয়েবসাইটকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ বলেন, `ঈদের পর নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তাদের ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা বিসিবিকে চিঠি দিয়েছি। এ সংক্রান্ত জিও (গভর্নমেন্ট অর্ডার) জারি হয়েছে।` এখন পাকিস্তান দল পাঠানো বা না পাঠানো সম্পূর্ণ বিসিবির ব্যাপার বলেও জানান তিনি। তবে বিসিবি পাকিস্তানে দল পাঠানোর পক্ষে অনেক আগে থেকেই। তাদের আগ্রহের জন্যই সবকিছু এতদূর এগিয়েছে।
 
এর পরও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আলোচনা করেই নাকি তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, `মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার বিষয়টি আমিও শুনেছি। আগামীকাল (আজ) বিসিবি সভাপতি নাজমুল হাসান দেশে ফিরবেন। তিনি ফেরার পর বোর্ডে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।` সফরের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানান তিনি।

পাকিস্তান সফর নিয়ে অনেকের মধ্যে ভীতি কাজ করলেও বাংলাদেশ নারী ক্রিকেটাররা নির্ভার। তারা সফরে যেতে আগ্রহী। যদিও কিছুদিন আগে নারী ক্রিকেটারদের অনেকেই ভয়ের কথা জানিয়েছিলেন। এখন তাদের ভয় কেটে গেছে। দীর্ঘদিন ধরে না খেলতে পারার কারণেও তারা সফরে যেতে চাইছেন। লাহোর-করাচি ঘুরে এসে বিসিবি নিরাপত্তা দলের ইতিবাচক রিপোর্টের পরই তারা সফরে যেতে আগ্রহী হয়ে উঠেছেন। বিসিবিও তাদের সাহস দিচ্ছে।

জালাল ইউনুস বলেন, `নিরাপত্তার ব্যাপারে আমরা মেয়েদের দু`বার ব্রিফ করেছি। সেখানে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তাদের বুঝতে বলা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারের কাছে আলাদা আলাদাভাবে জানতে চাওয়া হয়েছে, তারা সফরে যেতে আগ্রহী কি-না। আমার জানামতে কারও কোনো আপত্তি নেই।` সফরে দুটি টি২০ এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের মেয়েরা পাকিস্তান সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরনে সিকদারও।

গতকাল বিকেলে মাগুরা সার্কিট হাউসে তিনি বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান যাবে। পাকিস্তান তাদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই। বরং আমরা একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান থেকে বিজয়ী হয়েই দেশে ফিরবে বলেই আমার বিশ্বাস।