ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় ১৯ জন পুলিশ সদস্য মারা গেলেন।  

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

করোনা শনাক্তের পর থেকে পুলিশের এই সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে পুলিশের আরেকজন সদস্য আলমগীর হোসেন প্রাণ হারালেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের উদ্যোগে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গতকাল পুলিশের এসআই একরামুল ইসলামের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন।

-জেডসি