ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আদাবরে অ্যাম্বুলেন্সের চাপায় নারীর মৃত্যু, চালক আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

আদাবরে অ্যাম্বুলেন্সের চাপায় নারীর মৃত্যু, চালক আটক

আদাবরে অ্যাম্বুলেন্সের চাপায় নারীর মৃত্যু, চালক আটক

রাজধানীর আদাবরে রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ অ্যাম্বুলেন্সের চালক সাদেককে আটক করেছে।

আজ সোমবার সকাল ৮টার দিকে জাপান গার্ডেন সিটির কাছে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির আদাবর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর বালা আজ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ৮টার দিকে আদাবরের জাপান গার্ডেন সিটি সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স মর্জিনা বেগম (৫০) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মর্জিনা  ওই এলাকার নবীনগর হাউজিংয়ে থাকতেন। বিভিন্ন বাসায় তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

এদিকে আদাবর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল বাশার আজ গণমাধ্যমকে বলেন, অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। দুর্ঘটনার পর পুলিশ অ্যাম্বুলেন্সের চালক সাদেককে আটক করেছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি পুলিশ জব্দ করেছে। নিহতের মরহেদ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।