ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা প্রতিরোধে ডিএমপির যোগব্যায়াম অনুশীলন শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১২ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

করোনা প্রতিরোধে ডিএমপির যোগব্যায়াম অনুশীলন শুরু

করোনা প্রতিরোধে ডিএমপির যোগব্যায়াম অনুশীলন শুরু

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে পুলিশ সদস্যদের সুস্থ রেখে দেশ ও জাতির নিরাপত্তা এবং কূটনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন আজ সোমবার থেকে যোগব্যায়াম অনুশীলন চালু করেছে।

ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সহকারি পুলিশ কমিশনার রাজন কুমার সাহা আজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম বিপিএমের উদ্যোগে এই বিভাগে পুলিশ সদস্যদের যোগব্যায়াম অনুশীলন কার্যক্রম শুরু করা হয়।

ডিএমপি পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা জানান, জনগনকে অধিকসেবা, দেশ ও জাতির নিরাপত্তা এবং কূটনীতিকদের নিরাপত্তার পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক কর্মকান্ড পরিচালনায় পুলিশ সদস্যদের সুস্থ দেহ ও প্রশান্ত মন বজায় রাখার জন্য তাঁদের এই আয়োজন।

এদিকে আজ ডিএমপি জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তি জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন থেকে জনগণকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও দুই লক্ষাধিক সদস্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে এই যুদ্ধে জয়লাভ করতে হলে সম্মুখযোদ্ধা হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জনকারী পুলিশ সদস্যদের সুস্থ থাকতে হবে।