ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১২:৩০:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইসিইউ’র অভাবে মায়ের মৃত্যু, সাংবাদিক ছেলের আহাজারি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদার

ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদার

শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মারা গেছেন দেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদারের মা লুৎফা বেগম তাপাদার (৭৫)। মায়ের মৃত্যুর আগে তার চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খুঁজছিলেন একুশ। কিন্তু ভাগ্যে জোটেনি।

রোববার রাত ১০টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় লুৎফা বেগম তাপাদারকে। রাত ২টার দিকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। শ্বাসকষ্ট বেড়ে যায়। যে কারণে তাকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ওসমানী হাসপাতালের কোনো আইসিইউ খালি ছিল না। ভোর ৪টার দিকে মারা যান লুৎফা।

এর আগে রাত ৩টার দিকে ফেসবুকে মায়ের জন্য আইসিইউ চেয়ে একটি পোস্ট দেন একুশ। তিনি লেখেন, ‘আমার মায়ের জন্য কোনো আইসিইউ হবে? কেউ কি একটু সাহায্য করবেন?’ কিন্তু মায়ের জন্য আইসিইউর ব্যবস্থা করতে পারেননি এই সাংবাদিক।  

আজ সোমবার জোহরের নামাজের পর বিয়ানীবাজারে গ্রামের বাড়িতে শ্বাশুড়ির জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান একুশের স্ত্রী সৃজিতা মিতু। পরে লুৎফা বেগমকে গ্রামের বাড়িতেই দাফন করা হয়।

নগরীর উপকণ্ঠের বটেশ্বর এলাকায় বসবাস করতেন লুৎফা বেগম তাপাদার। তার স্বামী যুক্তরাজ্যে থাকাকালীন মারা যান। দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন লুৎফা।