ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৯:০৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস; দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ইমনের বাড়িতে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার কাঠগড়ার উত্তরপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ও একটি দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ে। ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. জিহাদ মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। একটি ভবনের একাংশ ধসে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আহত সাতজনের মধ্যে পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পাঁচজনকে এখানে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ দগ্ধ রয়েছে।

--জেডসি