ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১১:৪৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২০২৩ নারী বিশ্বকাপের বিডে অংশ নিবে না ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের এই পরিস্থিতিতে ২০২৩ নারী বিশ্বকাপের স্বাগতিক হবার দৌঁড় থেকে সড়ে দাঁড়ালো ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, দেশটির সরকার এই বিডে অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছে।

ব্রাজিল এখন কলম্বিয়াকে সমর্থন করবে। ৩২ দলের এই টুর্নামেন্টের আয়োজক হবার দৌঁড়ে আরো অংশ নিচ্ছে জাপান ও যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ২৫ জুন ফিফা ভোটের মাধ্যমে স্বাগতিক দেশের নাম ঘোষণা করবে।

সাম্প্রতিক সময়ে ব্রাজিল বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। ২০১৪ বিশ্বকাপের পর ২০১৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস ব্রাজিলে অনুষ্ঠিত হয়। এরপর গত বছর আয়োজিত হয়েছে কোপা আমেরিকা।

কোভিড-১৯ মহামারীতে দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল। এখনো পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার আক্রান্তের পাশাপাশি মৃত্যুবরণ করেছেন ৩৫ হাজারেরও বেশি মানুষ।

-জেডসি