রাজারবাগ পুলিশলাইন্সের স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার
রাজারবাগ পুলিশলাইন্সের স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পল্টন থানাধীন রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামাল রাখার স্টোর রুম (গুদামে) লাগা আগুন নিয়ন্ত্রনে এনেছে দি লাইফ সেভিং ফোর্স বাহিনী।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে, এতে অল্পের জন্য অগ্নিকান্ডের হাত রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।
রোববার দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দিবাগত মধ্যরাত ২ টা ৩৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিস রাজারবাগ পুলিশ লাইন্সে আগুন লাগার আমরা সংবাদ পায়। এরপর সেখানে মোট ফায়ার সার্ভিস হেডকোয়ারটার, খিলগাঁও সহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয়। আজ সোমবার ভোর ৪ টা ৫০ মিনিটের সময় আগুন পুরোপুরি ভাবে নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, পুলিশ লাইন্সের ভেতরে একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় আগুনের লেলীহান শিখা গুলো চার পাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ- পরিচালক দেবাশীষ বর্ধন।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বলেন, রাজারবাগের ওই স্টোর রুমটি এমন জায়গায় ছিল যেখানে পাশেই অস্ত্রাগার ছিল। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিক। ব্যারাকে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির সম্ভাবনা ছিল।
কিভাবে আগুনের সুত্রপাত হয় জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনের সুত্রপাত আগেই বলা যাবে না। এলাকাটি সংবেদনশিল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।
এদিকে, আজ সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, এবিষয়ে এখনও পর্যন্ত তদন্ত কমিটি গঠর করা হয়নি। তবে, আজই ৩ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি জানান, তদন্ত কমিটি গঠন করার পর তারা অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করবে।
