রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫২ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫২ জনকে জরিমানা
রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫২ জন ব্যক্তির কাছ মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমান আদালত। এ লক্ষে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। তার মধ্যে সর্বমোট ৮০টি মামলায় ২৩টি দোকান, ৫টি মোটরসাইকেল ও ৫২ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিনভর রাজধানীর লালবাগ, মতিঝিল, মিরপুর ও উত্তরা বিভাগে পৃথক পৃথক ডিএমপির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
আজ বুধবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় রমনা বিভাগে মাক্স ব্যবহার না করায় ১৩ জন ব্যক্তি, ৩ টি মোটরসাইকেল ও ১টি দোকানকে ২,১৯০ টাকা জরিমানা করা হয়। মতিঝিল বিভাগে মাক্স ব্যবহার না করায় ১২ জন ব্যক্তি, ২টি মোটরসাইকেল ও ৩টি দোকানকে ৪,০৫০ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষে মঙ্গলবার রাজধানীর লালবাগ বিভাগে মাক্স ব্যবহার না করায় ৩ জন ব্যক্তিকে এবং ১৪ টি দোকানকে ৬,০৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মিরপুর বিভাগে মাক্স ব্যবহার না করায় ১০ জন ব্যক্তিকে ৩,৫০০ টাকা, গুলশান বিভাগে মাক্স ব্যবহার না করায় ৩ জন ব্যক্তিকে ও ৫টি দোকানকে ১৩,৬০০ টাকা এবং উত্তরা বিভাগে মাক্স ব্যবহার না করায় ১৩ জন ব্যক্তিকে ২,৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
এতে আরও বলা হয়, বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
