ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৭:৩১:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ লকডাউন হচ্ছে না বসুন্ধরা আবাসিক এলাকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আজ লকডাউন হচ্ছে না। এরআগে গতকাল বুধবার মাইকিং করা হয়েছিল যে, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার পর এলাকাটি লকডাউন করা হবে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এসময় উত্তর সিটি মেয়র জানান, নির্দেশনার ‘ভুল বোঝাবুঝির’ কারণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজন গতকাল ওই এলাকায় মাইকিং করেন। এর আগে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে সেখানে লকডাউনের বিষয়ে প্রস্তুতি সভা হয়।

উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা মামুনুর রাহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় রেড জোন চিহ্নিত এলাকার কোন কোন অংশ লকডাউন করা হবে তার ম্যাপ করছে। আমরা এখনো কোনো ম্যাপ পাইনি। ম্যাপ পাওয়ার পর সে অনুযায়ী নির্দিষ্ট এলাকা লকডাউন করা হবে। কাজেই আজ বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন হচ্ছে না’।

করোনার সংক্রমণের মাত্রা বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে লাল এলাকা কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়। পরীক্ষামূলকভাবে ৯ জুন দিবাগত রাত থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন চলছে।

-জেডসি