ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৫:৫২:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০, মৃত্যু আরও ৩৭

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০, মৃত্যু আরও ৩৭

দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০, মৃত্যু আরও ৩৭

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রোগে শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪০ জন। করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৪৮ জন।

এনিয়ে বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। আর কোভিড-১৯ এ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১,৪২৫ জনে।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন,‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭৭৯টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩১টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ২৪০ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। শনাক্তের হার ২৩ দশমিক ০৯ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৪৮ জন। মোট সুস্থ হয়েছে ৪৩ হাজার ৯৯৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৪২৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।’