ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৬:০৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ২২ জুন ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্ষার শুরুতেই বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর মধ্যাঞ্চলে দেখা দিতে পারে বন্যা। কয়কেদিনের বৃষ্টি আর উজান থেকে নামা ঢলে দেশের উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বেড়েছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বষর্ণ ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে দেশের প্রধান নদীগুলোতে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। লালমনিরহাট ও কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলাসহ অন্যান্য নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ১৫টি গ্রামের নিম্নাঞ্চল। এসব এলাকার প্রায় ৫৫ হাজার মানুষ পানিবন্দি।

মাতামুহুরী, বাকখালী ও রেজু নদীর পানি বাড়ায় কক্সবাজার জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আরও কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। তাছাড়া পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন।

-জেডসি