লকডাউনে সংক্রমণ কমেছে রাজাবাজারে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১১ পিএম, ২২ জুন ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বরাজাবাজারের লকডাউন প্রায় শেষের দিকে। পরীক্ষামূলক এই কার্যক্রম অনেকটা সফল, বলছে সেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। করোনার সংক্রমন রোধে এই অভিজ্ঞতা রেড জোন চিহ্নিত এলাকায় কার্যকর করার দাবি অনেকের।
দিন যত যাচ্ছে সারাদেশে করোনা সংক্রমণের হার তত বাড়ছে। সংক্রমণ ঠেকাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে জোন ভিত্তিক পরীক্ষামূলক লকডাউন শুরু করে প্রশাসন। এই কার্যক্রম প্রায় শেষের দিকে। ১২তম দিনে এলাকা ভিত্তিক লকডাউনকে ইতিবাচক হিসেবে দেখছেন বাসিন্দারা।
লকডাউন শুরুর দিকে কিছুটা অব্যবস্থাপনা থাকলেও শেষের দিকে বেশ কঠোর অবস্থানে পুলিশ ও সেচ্চাসেবীরা। এতে করোনার সংক্রমণের হারও কমেছে বলে দাবি তাদের।
পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা রেড জোন চিহ্নিত এলাকায় বাস্তবায়নের দাবি অনেকের।
এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে দেশের ১৯ জেলার অর্ধশতাধিক এলাকা লকডাউন করা হয়েছে। এসব এলাকার মানুষকে ঘরে রাখাসহ স্বাস্থ্যবিধি কার্যকর করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। পরীক্ষামূলক লকডাউনে কিছুটা সুফল মিলেছে বলে মনে করছেন এসব এলাকায় বাসিন্দারা।
-জেডসি
