ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ৮:৩৪:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী বিশ্বকাপ আয়োজকের প্রার্থীতা প্রত্যাহার করলো জাপান

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভোটাভুটির মাত্র তিনদিন আগে ২০২৩ নারী বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রার্থীতা প্রত্যাহার করে নিলো জাপান। আসছে বৃহস্পতিবার ফিফার সদস্য দেশগুলো আয়োজক নির্বাচনে ভোট দেবে।

যেখানে কলম্বিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং নিউ যিল্যান্ড আয়োজক হতে লড়ছে। সোমবার জাপানিজ ফুটবল এসোসিয়েশন-জেএফএ এক বিবৃতিতে প্রার্থীতা প্রত্যাহার করে, ট্রান্স-তাসমান অর্থাৎ অস্ট্রেলিয়া এবং নিউ যিল্যান্ডের প্রতি নিজেদের সমর্থন জানায়।

জেএফএ চেয়ারম্যান কজো তাসহিমা পরবর্তীতে আবারও আয়োজক হওয়ার লড়াইয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে করোনার প্রকোপে অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে করায়, পর পর দুটি বড় টুর্নামেন্ট আয়োজন থেকে নিজেদের সরিয়ে নিলো জাপান।

-জেডসি