ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১১:১৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি, জিনগত সুবিধায় নারীরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি, জিনগত কারণে নারীরা সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, সাইন্স ডিরেক্ট ডট কম থেকে জানতে পেরেছি- করোনায় পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটাস, ক্রনিক রিনাল ডিজিজ ইত্যাদি ছাড়া পেশাগত অকুপেশনাল এক্সপোজার পুরুষদের বেশি এজন্য ঝুঁকি বেশি। পুরুষরা স্মোকিং, অ্যালকোহল বেশি নেয়ার, সোশ্যাল আইসোলেশন কম থাকায় আক্রান্ত হন বেশি। অন্যদিকে, নারীরা সুবিধা পাচ্ছেন কারণ তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীরা জিনগতভাবে বেশি ইমিউন থাকেন। ৪ মে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে সাইন্স ডিরেক্ট ডট কমে জারিমা শর্মা ও এরিন ডি মাইকোস ফিচার প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

পুরুষদের অনুরোধ করে নাসিমা সুলতানা বলেন, পুরুষরা সতর্ক থাকবেন বেশি। যেন আরও বেশি সচেতন হন, সতর্ক থাকেন। যে স্বাস্থ্যবিধি মানতে বলি, সেগুলো মানবেন।

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৭ জন। আর গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। এদিকে আরও ৮৮০ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৭ হাজার ৬৪৫ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৮, নারী ৫ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৬ জন, চট্টগ্রামে আছেন ১৫ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন, ময়মনসিংহে ২, সিলেটে ১ জন মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৮জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি