ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৩:৫৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেছেন বাহরাইনে আটকেপড়া ৪১৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতিতে বাহরাইনে আটকা পড়া ৪১৩ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, বুধবার দিনগত রাত দেড়টায় বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছে। ফ্লাইটিতে ৪১৩ বাংলাদেশি দেশে ফেরে।

বিমানের উপমহাব্যবস্থাপক জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি এসব প্রবাসী বাংলাদেশি। এই অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরলেন।

বাহরাইন থেকে ফেরত এসব বাংলাদেশির প্রত্যেকের করোনামুক্ত সার্টিফিকেট ছিল। যার জন্য তাদের প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

-জেডসি