ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১২:৫৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা মামলা, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যা মামলায় স্বামী ও শ্বশুর গ্রেপ্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যা মামলায় স্বামী ও শ্বশুর গ্রেপ্তার।

নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান দুই আসামি তার স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পুলিশের বিশেষ টিম বগুড়ার নন্দিগ্রাম এলাকা থেকে স্বামী মোস্তাককে এবং সকালে রাজশাহীর বাঘা এলাকা থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সমানে এক ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার সুমাইয়ার মৃত্যুর পর রাতেই তার মা নুজহাত সুলতানা জামাই মোস্তাকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ সুমাইয়ার শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করে। তবে মূল আসামি স্বামী ও শ্বশুর পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তারে আটটি টিম গঠন করে অভিযান শুরু করে পুলিশ।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া গত সোমবার নাটোর শহরের হরিশপুর এলাকার স্বামীর বাড়িতে নিহত হন। সংজ্ঞাহীন সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।