ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১৯:০৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আখাউড়ার ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার

আখাউড়ার ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

আখাউড়ার ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওনার নমুনা পরীক্ষা করা হয়। রাত ৯টার দিকে পাওয়া রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

এদিকে, বিষয়টি জানার পর ইউএনও তাহমিনা আক্তার রেইনার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘শুক্রবার আমাদের কাছে ৫৯৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ঢাকা থেকে ৫০৫টি এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছে ৯০টি রিপোর্ট। রিপোর্টগুলোর মধ্যে ৬০টি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ।’