ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১২:৪৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: দেশে নতুন আক্রান্ত ৪০১৪, মৃত্যু ৪৫

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

করোনা: দেশে নতুন আক্রান্ত ৪০১৪, মৃত্যু ৪৫

করোনা: দেশে নতুন আক্রান্ত ৪০১৪, মৃত্যু ৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪,০১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছে ৪৫ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪১,৮০১ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৭৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান সংস্থটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৫০ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮. ৯৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ৯ জন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ১৪ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ২২ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২০৫৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৮০ জন। সুস্থতার হার ৪০.৭৫ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।