স্টামফোর্ডে মাদকবিরোধী কনসার্ট ও আলোচনা সভা ১৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৪১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১৮ জানুয়ারী মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী কনসার্ট ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। কনসার্টে পারফর্ম করবেন ক্লোজ-আপ তারকা রাজীব, পুলক, নওরীন, ইথি, শুভ, আফজাল খান, তৌসিফ আহমেদ, তমা মির্জা, কাজী মারুপ , বিন্দিয়াসহ আরো অনেকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাখিন খন্দকার নিশান জানান, যে কোন ধরনের মাদকই হোক না কেন তা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। মাদক একটি অভিশাপ। মানুষের জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিতে পারে এই মাদক। আজকের এই মাদক শুধু বখে যাওয়া তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা ছড়িয়ে পড়েছে শিশু ও কিশোরদের মধ্যেও। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝেও মাদক গ্রহণের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আবার শুধু পুরুষই নয়, আজকাল মহিলাদের মাঝেও মাদক গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মাদকের আগমন ও বিস্তারের পথ দিন দিন ছড়িয়ে পড়ছে শহর-বন্দর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অলিগলি পর্যন্ত।
