ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ০:৪৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার

দেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু

দেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই সময়ের মধ্যে নতুন করে ৩,৬৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৫,৪৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৮৪৭ জন।

এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ১৬ জুন। সেদিন ৫৩ জন মারা গিয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৪২৬টি। এপর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৭৬৬৪৬০ টি। মোট ৬৬ টি পরীক্ষাগারের ফল পাওয়া গেছে। তবে দুটি বেসরকারি পরীক্ষাগারের ফল পাওয়া যায়নি।

তাই ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা আরও বেশি হতে পারে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৯. ৯৮ শতাংশ।

অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১,৮৪৪ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৫৯,৬২৪ জনে।

যারা মারা গেছেন তাদের মধ্যে ৫২ জনই পুরুষ। মৃতদের মধ্যে ৪৮ জনের বয়স ৫১ থেকে ৮০ বছর।