ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৫:০৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকায় জিপিএ-৫ পেল ২৯৯ জন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা শিক্ষাবোর্ডে এবার এসএসসিতে ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে আরও ২৯৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হিসেবে ঘোষিত হলেও পুনঃনিরীক্ষণে পাস করেছেন ১০৫ জন শিক্ষার্থী।তবে ফেল থেকে জিপিএ-ফাইভ পায়নি কেউই। ১ লাখ ৪৬ হাজার ২৬০ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদনে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মনজুরুল কবীর।

মনজুরুল কবীর বলেন, খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল অনলাইনে দিয়ে দেয়া হয়েছে। তবে শিক্ষার্থীর মোবাইলে হয়তো রাতের দিকে পৌঁছাবে।

আশানুরূপ ফল না পেয়ে চলতি বছর ঢাকা বোর্ডের ৫৭ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ২৬০টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যেই নতুন জিপিএ-ফাইভ পেয়েছেন ২৯৯জন এবং ফেল থেকে পাস করেছেন ১০৫ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ড থেকে জানা যায়, খাতা পুনঃনিরীক্ষণের সাধারণত মোট চারটি দিক দেখা হয়। এগুলো হলো উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা, এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিক আছে কিনা। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেয়া হয়।

ঢাকাসহ অন্যান্য বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্খিত ফল না পেয়ে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন। এদের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

-জেডসি