ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৫:১৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে কোভিডে মৃত্যু পেরলো ১৭ হাজার, মোট আক্রান্ত প্রায় ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

ভারতে কোভিডে মৃত্যু পেরলো ১৭ হাজার, মোট আক্রান্ত প্রায় ৬ লাখ

ভারতে কোভিডে মৃত্যু পেরলো ১৭ হাজার, মোট আক্রান্ত প্রায় ৬ লাখ

ভারতে প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৫৩ জন নতুন করে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হল পাঁচ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন। দেশের মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশই মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু  রাজ্যে।

করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়াচ্ছে উদ্বেগ। করোনার থাবায় মৃত্যু সংখ্যা দেশে ১৭ হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১৭ হাজার ৪০০ জনের মৃত্যু হল করোনার কারণে। এর মধ্যে সাত হাজার ৮৫৫ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে, যা দেশের মধ্যে সবথেকে বেশি। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ হারিয়েছেন দু’হাজার ৭৪২ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছে এক হাজার ৮৪৬ জন। তামিলনাড়ুতে মৃত্যু সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। সেখানে মৃত এক হাজার ২০১। উত্তরপ্রদেশ (৬৯৭), পশ্চিমবঙ্গ (৬৬৮), মধ্যপ্রদেশ (৫৭২)-এ মৃত্যু সংখ্যাও উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৪১৩), তেলঙ্গানা (২৬০), কর্নাটক (২৪৬), হরিয়ানা (২৩৬), অন্ধ্রপ্রদেশ (১৮৭) ও পঞ্জাব (১৪৪)-র মতো রাজ্যগুলি। জম্মু ওক কাশ্মীরে করোনার কারণে মৃতের সংখ্যা আজ বুধবার ১০১ জন।

পশ্চিমবঙ্গেও সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১৮ হাজার ৫৫৯ জন। কোভিডে আক্রান্ত হয়ে মোট ৬৬৮ জনের মৃত্যু হয়েছে বাংলায়।