ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ১৪:১৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনা আক্রান্ত বেড়ে প্রায় সাড়ে ছয় লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

ভারতে করোনা আক্রান্ত বেড়ে প্রায় সাড়ে ছয় লাখ

ভারতে করোনা আক্রান্ত বেড়ে প্রায় সাড়ে ছয় লাখ

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে এখন সামান্যই পিছিয়ে ভারত।

তবে দেশটি জুড়ে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। তার জের ধরে সারা দেশে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৬৫৫।

সারা ভারতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। সুস্থের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার পেরিয়ে গেছে। আরোগ্যের হার প্রায় ৬১ শতাংশ।

মহারাষ্ট্রে এক লােখ ৯২ হাজারের বেশি করোনায় আক্রান্ত যা দেশে সর্বোচ্চ। মৃতের সংখ্যা ৮ হাজার ৩৭৬। তার পরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ২ হাজার ৭২১। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। কেজরীবালের রাজ্যে করোনায় আক্রান্ত ৯৪ হাজার ৬৯৫।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২০ হাজার ৪৮৮। মৃত্যু হয়েছে ৭১৭ জনের।