ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১৪:৫৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা নিয়ন্ত্রণে দ্বন্দ্ব ভুলে সবাই জেগে ওঠো: হু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

করোনা নিয়ন্ত্রণে দ্বন্দ্ব ভুলে সবাই জেগে ওঠো: হু

করোনা নিয়ন্ত্রণে দ্বন্দ্ব ভুলে সবাই জেগে ওঠো: হু

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্বের দেশগুলোকে দ্বন্দ্বের পরিবর্তে বাস্তবতার নিরিখে করোনার ওপর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেইসঙ্গে এসব দেশকে জেগে ওঠার কথাও বলা হয়েছে।

জেনেভায় জাতিসংঘের সংবাদদাতাদের সমিতি দ্বারা আয়োজিত এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরি অবস্থার পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘মানুষকে জেগে উঠতে হবে। তথ্য মিথ্যা নয়। বর্তমান মাঠপর্যায়ের পরিস্থিতি মিথ্যা নয়।’

আজ শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন সংক্রমণ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বেশ কয়েকটি দেশে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দ্বন্দ্ব ভুলে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমরা সবাই এর সমাপ্তি চাই। আমরা সবাই আমাদের জীবন নিয়ে এগিয়ে যেতে চাই। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে, এটা শেষ হওয়ার ধারেকাছেও নেই। কিছু দেশ যদিও কিছুটা উন্নতি করেছে, তবু বিশ্বজুড়ে মহামারিটি দ্রুতগতিতে ছড়াচ্ছে।’

উল্লেখ্য, গত বছর চীন থেকে ভাইরাসটি ছড়ানোর পর বিশ্বের প্রায় সব দেশেই এটি ছড়িয়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। এতে মারা গেছেন ৫ লাখ ২১ হাজারের বেশি মানুষ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় করোনার সংক্রমণ বিস্তারে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার পর ডব্লিউএইচওর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, এ মহামারি শেষ হওয়ার ধারেকাছেও নেই।