ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৫:১২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাপানে বন্যা এবং ভূমিধসে নিহত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশোতে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে নিখোঁজ আরও অনেকে।

দেশটির কর্মকর্তারা জানান, বন্যার কবলে পড়া একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাইপোথারমিয়ায় আরও তিন জনের মৃত্যু হয়।

ইতোমধ্যে দেশটির সরকার স্থানীয় দুই লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উদ্ধার অভিযানের জন্য দশ হাজার সেনা পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রবিবারও সারা রাত বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কুমামোটো ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টিপাত ও বন্যা। এতে করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হাজারো মানুষ বিদ্যুৎহীন। এখন পর্যন্ত কুমামোটোর প্রায় ৬ হাজার মানুষ বিদ্যুৎহীন বলে খবরে বলা হয়েছে।

-জেডসি