মাশরাফির স্ত্রী সুমিও করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
স্ত্রী সুমনা হক সুমির সঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
সোমবার রাতে মাশরাফির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে। সূত্র জানায়, ঢাকার বাসায় আইসোলেশনে আছেন সুমি।
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পর দুই সন্তানকে নড়াইলে দাদা-দাদীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র স্ত্রী সুমি মাশরাফির সেবা করতে থেকে যান ঢাকার বাসাতে। মাশরাফির সেবা করতে গিয়ে এবার করোনা আক্রান্ত হলেন সুমিও।
উল্লেখ্য, গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় সাবেক অধিনায়ক ফের করোনা পজিটিভ আসে। মাশরাফিও ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এ ছাড়া গত ২২ জুন মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মুর্তজার (সিজার) শরীরে ওকরোনা শনাক্ত হয়। ভাইয়ের বাসাতেই আইসোলেশনে আছেন সিজার।
