ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ১৪:০০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ থেকে ইতালির সব ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার। ঢাকা থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনা পজিটিভ এসেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রাণলয় জানিয়েছে। ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনার কারণে দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান ২৫৯ জন প্রবাসী। এরপর গত দুই সপ্তাহে হাজারখানেকের মতো প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি গেছেন।

এর আগে গত সপ্তাহে রোমের কাছে লাৎজিও অঞ্চলে বাংলাদেশ থেকে যাওয়া সকল যাত্রীদের করোনা ভাইরাস টেস্ট করানোর জন্য স্পেশাল ডিক্রি জারি করা হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ২২৫ জন যাত্রী ঢাকা থেকে ইতালি পৌঁছান। এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়।

-জেডসি