ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৩:০৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যু, খারাপ হচ্ছে রাজধানীর পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যু, খারাপ হচ্ছে রাজধানীর পরিস্থিতি

ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যু, খারাপ হচ্ছে রাজধানীর পরিস্থিতি

করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় ইরানে ২২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মহামারি শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এতো মানুষের মৃত্যু হলো।

সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩০৫। আর মোট আক্রান্ত দুই লাখ ৫০ হাজারেরও বেশি।

সংক্রমণ বেশি হওয়ায় ইরানের ৩১টি প্রদেশের নয়টিকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানসহ আরো দশটি প্রদেশ ইয়েলো জোন হিসেবে চিহ্নিত।

তেহরানে ভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান আলিরেজা জালি বলেছেন, তেহরানের পরিস্থিতি খুব নাজুক। গত ১০ দিন ধরে তেহরানে সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।

সরকার এপ্রিল মাসে ব্যবসা বাণিজ্য খুলে দেওয়ার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল দেশটির অর্থনীতিকে চাঙ্গা করা যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে।

জালি আরও বলেন, ভাইরাস মোকাবেলায় তেহরানে আবারও বিধি-নিষেধ আরোপ করতে হতে পারে।